সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা করল পুলিশ, ১০ লক্ষ টাকার শাড়ি ও বস্ত্র সহ গ্রেপ্তার বিহারের যুবক ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট  :: বুধবার ০৬,ডিসেম্বর ::   বাংলায় করা দুষ্কর্মের সঙ্গে ফের বিহারের যোগ পেল পুলিশ। চুরির দায়ে বিহারের যুবককে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার অর্থাৎ চলতি মাসের ৩ তারিখ ভোর ২টো ৫৮মিনিট নাগাদ বসিরহাট পুরাতন বাজারের একটি শাড়ির দোকানের কাঠের দরজা ও দরজায় লাগানো ৮-১০টি তালা ভেঙ্গে প্রায় ১০ লক্ষ টাকার শাড়ি সহ অন্যান্য বস্ত্র নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।
সকাল হতেই ঘটনার জেরে হতবাক হয়ে যান দোকানের মালিক শ্রীধাম দে। তারপর তিনি বসিরহাট থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বসিরহাট থানার পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তখন জানা যায় এই ঘটনায় দু’জন জড়িত রয়েছে। তাদের মধ্যে একজন বিহারের বাসিন্দা সুরাজ কুমার সাউ ও বসিরহাটের মাটিয়া এলাকার বাসিন্দা সোনা সাহা।
এই সমস্ত তথ্য জানতে পেরে বসিরহাট থানার আইসি সুরেন্দ্র সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের ৭২নং বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে সুরজ কুমার সাউকে গ্রেফতার করে। জানা গিয়েছে সে বিহার থেকে কাজের জন্য এসেছিল এবং ঐ বাড়িতে ভাড়া থাকতো। অপর আরেক চোরকে খুঁজছে বসিহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার চুরি যাওয়া শাড়ি ও বস্ত্র। ধৃতকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =