নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির আদেশ বারুইপুর আদালতের।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর ::   নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির আদেশ বারুইপুর আদালতের। এই প্রথম পকসো মামলায় অভিযুক্ত কাউকে ফাঁসির নির্দেশ দিলো বারুইপুর আদালত আজগর আলি খাদি মুন্সারীকে (৩৮)। এই রায় ঘোষনা করলেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও সেশান জজ সন্দীপ কুমার মান্না।
এই রায়ে ৩৬৩ ও ৩৬৫ ধারার উপর ৭ বছরের জেল। ৫ হাজার টাকা ফাইন অনাদায়ে ৬ মাসের জেল। পকসো ৬ এর উপর ১ লাখ টাকা ফাইন ও যাবজ্জীবন। ৩০২ এর উপর মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা ফাইন।২ লক্ষ টাকা ক্ষতিপুরণের নির্দেশ মৃতের পরিবারকে।
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের ঘটনা। ২০১৯ সালের ১৫ই জুলাই এর ঘটনা। অভিযুক্ত নাবালিকাকে তার বাবার কাছে নিয়ে যাবে বলে তাকে কোলে করে পাঁচিল টপকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। তারপর অভিযুক্ত  ছ বছরের নাবালিকাকে একটি সংস্থার পাঁচিল দেওয়া জমির ভেতর নিয়ে গিয়ে মুখ চেপে ধরে যৌন নির্যাতন করে । তাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। ঘটনার ৬ দিন পর ২১ তারিখ দেহ উদ্ধার হয়। অভিযুক্ত নাবালিকার বাবার সাথে কাজ করত। সেই সুত্র ধরেই নাবালিকার বাড়িতে যাতায়াত করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =