নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর :: রাতের অন্ধকারে শাটার ভেঙ্গে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের কামারডিহি বাজারের জামগাঁ এলাকার। চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
জানা গিয়েছে, গনেশ চন্দ্র পয়ড়্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সকালে দোকানে এসে শাটার ভাঙা অবস্থায় দেখে ভেতরে ঢুকে মাথায় হাত ব্যবসায়ীর। দেখতে পান সর্বস্ব লুট করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। খবর চাউর হতেই দোকানের সামনে ভিড় জমে যায়। চুরি গেছে আনুমানিক ১০ লক্ষ্য টাকার গহনা।
ঘটনাস্থলে এগরা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এগরায় ব্যস্ত জায়গায় এই সোনার দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সোনার দোকানে একের পর এক চুরি ঘটনায় ইতিমধ্যেই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে রাজ্যের।
তার কারণ এখন আর শুধুই চুরিতে আটকে নেই। সোনার দোকানে ইতিমধ্যেই হামলা চালিয়ে পরপর শ্যুটআউটের ঘটনাও ঘটেছে। আর এবার এতকাণ্ডের পরও ফের ভুগতে হল পূর্ব মেদিনীপুর জেলার এগরার আরও এক স্বর্ণ ব্যবসায়ীকে।