নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর :: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের । আহত হয়েছেন আরও চারজন। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। মর্মান্তিক পথ দুর্ঘটনটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদা জেলার রতুয়া থানার টেটিয়া ব্রিজ এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম উজির হোসেন বয়স(৬০)বছর। আহত হয়েছেন মহম্মদ শালিম বয়স(২১)বছর। আসফাক আহমেদ (১৯)বছর। হুমায়ুন শেখ বয়স(১৮)বছর।
