সুদেষ্ণা মন্ডল ও সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর :: আজ বীর বিপ্লবী বাঘা যতীনের জন্ম দিবস।যিনি তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন। ইংরেজরা তাকে দেখে রীতিমতো কাঁপতো।বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীর কয়ায় ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। খুব ছোটবেলায় তিনি বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায়কে হারান।

চার্লস টেগার্ট বলেছিলেন “বাঘা যতীন যদি একজন ইংরেজ হতেন তবে তার মূর্তিটি সেন্ট্রাল লন্ডনের ট্রাফলগার স্কয়ারে নেলসনের কলামের পাশে তৈরি করা হতো।” তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের কাছে রীতিমত ত্রাস ছিলেন বাঘা যতীন। নাড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্য কে। দেশের জন্য তাঁর আত্ম বলিদান এর গাথা ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে।