নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৮,ডিসেম্বর :: “পাকা ধানে মই” এ যেন প্রবাদ বাক্য ভাতারের মাঠে মাঠে, চাষিরা হতাশ চরম ক্ষতির আশঙ্কা করছেন ধান চাষে,বৃহস্পতিবার দুটোর সময় জানালেন চাষিরা।পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক এ গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত নিম্ন চাপের জেরে।
এতে ধান চাষীদের মাথায় পড়েছে হাত।ভাতার ব্লকের অধিকাংশ অধিকাংশ মানুষের জীবিকা হল ধান চাষ।আর সেই পাকা ধানে মই দিয়ে দিল এই নিম্নচাপ।বর্তমানে ভাতার ব্লকে কুড়ি শতাংশ মানুষ তাদের ধান কাটতে পেরেছেন বা ঘরে আনতে পেরেছেন । আর বাকি ৮০ শতাংশ ধান মাটি পড়ে রয়েছে।এমন অবস্থায় ভাতার ব্লকের চাষিদের মাথায় হাত ।