সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কার্সিয়ং :: শুক্রবার ৮,ডিসেম্বর :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের উপলক্ষে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বেশ কিছু প্রশাসনিক কাজেও পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানা গেছে। তিনি পাহাড়বাসীর জন্য বেশ কিছু উপহার ঘোষণা করেছেন। এছাড়া তিনি পাহাড়ে গিয়ে জানান পাহাড়বাসীর সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক।
পাহাড় কে দেওয়া মুখ্যমন্ত্রীর একগুচ্ছ উপহার । তিস্তা বিপর্যয় ৫৫০ জনকে ৭০ হাজার আর্থিক সাহায্য।২ কার্শিয়াং এ ১২০০ পাট্টা বিলি।৩ দার্জিলিঙে হবে আইটি সেক্টর। ৪ জিটিএকে ৭৫ কোটি টাকা দেওয়া হবে। ৫ জিটি এর কর্মীরা অবসরের পর গ্র্যাচুইটি সমেত কুড়ি লক্ষ টাকা পাবেন। ৬ সেকেন্ডারি স্কুলে ৫৯০- শূন্য পদে নিয়োগ। এছাড়া আরো বেশ কিছু বিষয় ঘোষণা করা হয়েছে পাহাড়ের জন্য।