প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল বৃদ্ধ স্বামী, স্ত্রী ও তাদের পোষ্য। শুক্রবার এই ঘটনার সাক্ষী ঘুশুরির ধর্মতলায়।

নিজস্ব  সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া   :: শুক্রবার ৮,ডিসেম্বর ::   শোবার ঘরে বিছানায় শুয়ে আছেন অসুস্থ বৃদ্ধা স্ত্রী। আর ওই ঘরেতেই লেগেছে আগুন।  গোটা ঘর ধোঁয়ায় ঢেকে যায়। শয্যাশায়ী স্ত্রীকে ওই অবস্থায় তার বৃদ্ধ স্বামী  কিভাবে ছেড়ে যাবেন ? শেষমেষ প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল বৃদ্ধ স্বামী, স্ত্রী ও তাদের পোষ্য। শুক্রবার এই ঘটনার সাক্ষী ঘুশুরির ধর্মতলায়।
পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুর বারোটা নাগাদ ঘুসুড়ির ধর্মতলা লেনের একটি তিনতলার ফ্ল্যাটে আগুন লাগে। ওই ফ্ল্যাটে সেই সময় ৮০ বছর বয়সী বৃদ্ধ নীতেন্দ্রনাথ রায় এবং তার স্ত্রী রমা রায় ছিলেন। নীতেন্দ্রবাবু জানিয়েছেন স্ত্রীকে স্নান করার পর তাকে তিনি যখন শোবার ঘরে রাখেন তখন দেখতে পান গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গেছে।
যেহেতু স্ত্রী হাঁটাচলা করতে পারেন না তাই সেই অবস্থাতেই তিনি ঘরের সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন। পরে গোটা ঘটনাটি প্রতিবেশীদের নজরে এলে সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন। বৃদ্ধ এবং বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে এই ফ্ল্যাট থেকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে একে একে ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন পৌঁছায়।
দমকল কর্মীরা দ্রুত পোষ্য একটি ল্যাবরেডর কুকুর  উদ্ধার করেন। পাশাপাশি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফ্ল্যাটের শোবার ঘর এবং ডাইনিং  রুমের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
উদ্ধারের পর অসুস্থ স্বামী-স্ত্রীর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নিশ্চিত মৃত্যুর হাত থেকে স্ত্রী এবং পোষ্যকে উদ্ধার দেখে তার চোখে জল।  নীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন ইলেকট্রিক্যাল সুইচ বক্স থেকেই আগুন লাগে। ওখানেই প্রথম ধোঁয়া দেখতে পান তিনি। হাঁটতে পারেন না বলে কিভাবে স্ত্রীকে উদ্ধার করবেন বুঝতে পারছিলেন না।
পরে প্রতিবেশীরা এসে উদ্ধার করেন। দমকল আধিকারিকরা জানিয়েছেন ফ্ল্যাটে ঢুকে তারা প্রথমেই রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে দেন। না হলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =