মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিনে ৯ নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর  :: শনিবার ৯,ডিসেম্বর ::    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয়জন নবজাতকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।  এর পর বাংলায় আলোড়ন সৃষ্টি হয়।  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এসএনসিইউ ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
সূত্রের মতে, মেডিকেল কলেজের কর্মকর্তারা দাবি করেছেন যে এসএনসিইউ ওয়ার্ডে ৫৪ শিশুর ধারণক্ষমতা রয়েছে, তবে প্রায় ১০০ নবজাতক ভর্তি রয়েছে।  ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যায়।  বেশিরভাগ শিশুকে খুব খারাপ অবস্থায় রেফার করা হয়েছিল এবং মারা গিয়েছিল।  তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুদের বেশির ভাগই কম ওজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + six =