নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৯,ডিসেম্বর :: রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার বারবার রাজ্যে দাবি করেছে কেন্দ্রের কাছে তাদের বরাদ্দ টাকা ১০০ দিনের প্রকল্পের সহ একাধিক প্রকল্পের টাকা তুলে দিক রাজ্য সরকারের হাতে। কেন্দ্রের বঞ্চনার প্রতি একাধিক আন্দোলন কর্মসূচি প্রতিবাদ বিক্ষোভ তাতেও দিল্লির কর্ণপাত না হয় আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলার খেটে খাওয়া মানুষ আজও পর্যন্ত রাজ্যের পাওনা টাকা কেন্দ্র দেয়নি।
যেসব উপভোক্তরা প্রকল্পের টাকা পায়নি তাদের হাতের পারিশ্রমিক হিসেবে তাদের বকেয়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার সাংসদ কোটার টাকা ১০০ দিনের প্রকল্পের উপভোক্তা যারা আজও পর্যন্ত পাননি তাদের হাতে তুলে দেয়া হবে। এই শুনে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন উপভোক্তাদের টাকা রাজ্য সরকার তাদের হাতে তুলে দেবে।
১০০ দিনের প্রকল্পের পাওনা টাকা পেয়ে রীতিমতো খুশি বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের নিম্নেরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তি লাগোয়া, কোদালিয়া, ঘুসুড়ি, সাকচুড়া ,গোলাই চন্ডী শংকরপুর সহ একাধিক গ্রামে যেসব উপভোক্তারা প্রধান সাহারাপ মন্ডল সহ দলীয় নেতৃত্ব, একশ দিনের প্রকল্পের টাকা পায়নি তাদের হাতে সেই বরাদ্দ তুলে দেন রীতিমতো খুশি গ্রামের মানুষ।