নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১০,ডিসেম্বর :: চ্যাংড়াবান্দা স্থল বন্দর তৈরির পাশাপাশি ট্রাক টার্মিনাস তৈরি সহ বিভিন্ন প্রকল্প নিয়ে কোচবিহার লান্স ডাউন হলে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী । বৈঠকের পাশাপাশি একদিন কোচবিহার মদনমোহন মন্দির পূজা দেন তিনি । রাজ বাড়ি ঘুরেও দেখেন।
রবিবার কোচবিহার ল্যান্স ডাউন হলে রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কোচবিহার জেলাশাসক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় ঘন্টাখানেক চলে এই বৈঠক।
জানা যায় বৈঠকে চ্যাংড়াবান্দায় একটি স্থল বন্দর তৈরীর পরিকল্পনা যে রাজ্য সরকারের রয়েছে সেই বিষয়টিও সামনে আসে এদিন। চ্যাংড়াবান্দায় এক্সপোর্ট ইমপোর্ট রয়েছে। সেই কারণে সেখানে একটি আধুনিক ট্রাক টার্মিনাস তৈরির পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের থেকে যাতে ৪০ সিটের বিমান চালানো যায় এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।