https://www.youtube.com/watch?v=uxK3-Nuj6Jwনিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: রবিবার ১০,ডিসেম্বর :: রাম রাজত্ব প্রতিষ্ঠা করার প্রার্থনা কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বহরমপুর চুনাখালি নিমতলা থেকে বাঘেশ্বর ধাম হয়ে রাম জন্মভূমি অযোধ্যা পৌঁছানোর লক্ষ্যে গত চারই ডিসেম্বর থেকে পদযাত্রা শুরু করেছেন বিশ্বম্ভর কলিতা নামে এক ব্যক্তি। তার এই পদযাত্রার রাস্তার উপর যে সকল ধর্মীয় স্থান ও তীর্থক্ষেত্র পরছে সেগুলি তিনি দর্শন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের পদযাত্রা শুরু করছেন।
