নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১২,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার কলেজ পাড়ার ঘটনা। টাকি রোডের পাশে তাপস মণ্ডলের মিষ্টির দোকানে ঘটনা ঘটে গত ১০,ই নভেম্বর রবিবার রাত্রি আটটা নাগাদ। ওই মিষ্টির দোকানে বেশ কয়েকজন যুবক মিষ্টি খেতে যায় মিষ্টিতে পোকা দুর্গন্ধ বলে প্রতিবাদ করলে মিষ্টি ব্যবসায়ী তাপস মণ্ডলের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে বচসা মারধোর এই নিয়ে ব্যবসায়ী যুবকদের মধ্যে ঘটনার চরমে ওঠে।
তারপর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে দোকানের সামনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।সেই সময় ওই দোকান থেকে এক মিষ্টি কিনছিল ক্রেতা বছর ৪৫ এর নবীন কুমার দাস তার বাঁদিকের কোমরে গুলি লাগে বলে জানা যায়, দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। অহংকাজনক অবস্থায় উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলায় ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়েছে।

আক্রান্ত গুলিবিদ্ধ নবীন কুমার দাস আরজি করে ভর্তি আজ তার কোমর থেকে গুলি বের করলেও সংকট কাটিনি এখনো এই ঘটনায় বসিরহাটের রাজিব কলোনি থেকে থেকে গ্রেফতার ব্যোমকেশ মৃধা কে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ অন্যদিকে শোরুম নগর থানার বিচারই হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্তের স্বরূপদহ এলাকা থেকে মেঘনাথ দাস ওরফে ভোলাকে কুড়ি লিটার তরল মাদকসহ গ্রেপ্তার করে ।পুলিশ ধৃত দুষ্কৃতিকে আজ বারাসত জেলা আদালতে তোলা হচ্ছে ।
