নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১২,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি তালা ভেঙে দুঃসাহসের চুরি ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য।জানা গেছে গ্রাম পঞ্চায়েতের আলমারি ভেঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি, সিসি ক্যামেরার হার্ডডিস্ক, কম্পিউটারের হার্ডডিস্ক ও পঞ্চায়েতের বিভিন্ন খাতে আদায় করার ট্যাক্সের বেশ কিছু টাকা চুরি গেছে।
তবে আরো বেশ কিছু মূল্যবান জিনিস পঞ্চায়েতের মধ্যে রয়েছে তা চুরি যায়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘর, উপপ্রধানের ঘর ও দুটি আধিকারিকের ঘরে তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। পঞ্চায়েতের গেট ও চারটি রুমের তালা ভাঙ্গে দুষ্কৃতীরা। এলাকার মানুষদের এতেই সন্দেহ যে কোন চোর চুরি করলে সে পঞ্চায়েতের মধ্যে থাকা মূল্যবান জিনিস চুরি করত, অফিসের নথিপত্র চুরি করত না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ ।পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছেন।