আসানসোল পুরনিগমের উদ‍্যোগে  ধারাবাহিক ভাবেই শহরকে যানজট মুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়া চলছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল    :: মঙ্গলবার ১২,ডিসেম্বর ::  আসানসোল পুরনিগমের উদ‍্যোগে  ধারাবাহিক ভাবেই শহরকে যানজট মুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়া চলছে। সেই লক্ষ‍্যেই আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ‍্যায় গত শুক্রবার আসানসোলের হটনরোড এলাকা পরিদর্শন করেন। কারন ওই এলাকাটি রাস্তার দুইপাশে অস্থায়ী দোকান ও আটো টোটো স্ট‍্যাণ্ড তথা যাত্রী ওঠানামার দরুণ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে।
প্রতিদিনই ওই এলাকা থেকে সাধারণ মানুষ যানজটের অভিযোগ জানিয়ে থাকে। মেয়র ওই দিনই আগামী ১৩ ডিসেম্বরের মধ‍্যে রাস্তার ওপরে থাকা অস্থায়ী দোকানগুলিকে সরিয়ে নেওয়ার আবেদন করেন। পাশাপাশি অটো ও টোটো স্ট‍্যাণ্ডকে সরিয়ে হটন রোডের উল্টোদিকে নিয়ে যাওয়ার কথা বলেন।
একই সাথে জানিয়েছেন ১৩ ডিসেম্বর থেকেই যানজট মুক্ত করতে পুরনিগম আইনানুগ সক্রিয় ভূমিকা নেবে। সেই অনুসারে মঙ্গলবার পুরনিগমের চেয়ারম‍্যান অমরনাথ চ‍্যাটার্জি ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এলাকা পরিদর্শনে এসে দোকানদারদের বোঝান। দোকান পরিসর ছোটো করতে বলেন। একইসাথে টোটো ও অটোগুলিকেও অন‍্যত্র সরিয়ে নেওয়ার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 11 =