নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ   :: মঙ্গলবার ১২,ডিসেম্বর ::   আজ মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের  ক্ষেমপুর অঞ্চলের মালাহার সংলগ্ন কাৎলামারী গ্রাম  হইতে বিদ্যুৎনগর পর্যন্ত দীর্ঘ সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দপ্তর থেকে
উদ্বোধন করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বিধায়ক আব্দুর  রহিম বক্সী সহ উপস্থিত ছিলেন  পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা  ক্ষেমপুর অঞ্চল সভাপতি প্রকাশ মন্ডল, বিশ্বম্ভর প্রসাদ সাহা ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
