নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: বুধবার ১৩,ডিসেম্বর :: রাজনগরে আকাল মেঘ কালীমন্দিরে ৪০০ বছরের প্রাচীন পূজা উপলক্ষে ভক্তদের প্রসাদ খাওয়ানো হলো । রাজনগর থানার অন্তর্গত বড়শাল গ্রাম সংলগ্ন আকাল মেঘ শ্মশান কালি মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি প্রায় ছয় হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানো হলো। জানা গিয়েছে রাজনগরের আবাদ নগর গ্রামের শশধর ঘোষ নামে জনৈক এক ব্যক্তি প্রায় ৪০০ বছর আগে এখানে এই পূজার সূচনা করেন।
