সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের জোড়া খুনের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো গোয়েন্দাদের হাতে । বুধবার ডায়মন্ডহারবার থেকে আটক করে লালবাজার আনার পর ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ভেঙে পড়ে মিঠু হালদার । নিজের দোষের কথা স্বীকার করে নেয় সে । এর পর মিঠুকে গ্রেফতার করা হয় । মিঠুকে গ্রেফতার করা হলেও এই ঘটনার সঙ্গে এক বা একাধিক ব্যক্তি জড়িত আছে এমনটাই মনে করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা ।মিঠু ছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যতম অভিযুক্ত হিসাবে নাম উঠে আসছে ভিকি হালদারের । ভিকি হালদার মিঠু হালদারের বড় ছেলে । গড়িয়াহাটের কাকুলিয়া রোডের বাড়িতে মিঠু হালদারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে হোমিসাইড শাখার তদন্তকারী অফিসাররা । এরপর বুধবার রাত্রি দুটো নাগাদ হোমিসাইড শাখায় বিশেষ পনেরোজনের একটি প্রতিনিধি দল ডায়মন্ড হারবারে আসে।
ডায়মন্ডহারবার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের যে বাড়িতে ভাড়া থাকতো মিঠু সেই বাড়িতে নিয়ে আসা হয় তাকে । খুনের সঙ্গে জড়িত কোন তথ্য প্রমাণ এই বাড়িতেই গোপন করে রেখেছে মিঠু এমনটাই মনে করেছিল দুঁদে গোয়েন্দারা । টানা এক ঘন্টা ওই বাড়িতেই তল্লাশি চালায় পুলিশ । তারপর উদ্ধার হয় খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র ও রক্তমাখা জামাকাপড় । এই ঘটনার সঙ্গে এক বা একাধিক ব্যক্তির জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেনা গোয়েন্দারা । পাশাপাশি খোঁজ চালানো হচ্ছে মিঠুর বড় ছেলে ভিকির সন্ধানেও।