নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বুধবার ১৩,ডিসেম্বর :: শিল্পনগরী হলদিয়া বন্দরের শ্রমিকরা কাজ বন্ধ রেখে লাগাতার বিক্ষোভে সামিল হলেন।শ্রমিক বিক্ষোভের জেরে অচল অবস্থা তৈরি হয়েছে হলদিয়া বন্দরে । হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেলিং এর একটি সংস্থার বিরুদ্ধে শ্রমিকরা বিক্ষোভ দেখায় ।শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন থেকে পিএফ এর টাকা কেটে নেওয়া হয়েছে ।
এই অভিযোগে শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে শুরু করেছে হলদিয়া বন্দরের মধ্যে বিক্ষোভ । এই সংস্থার বেশিরভাগ শ্রমিকরাই জাহাজের পণ্য উঠান নামার কাজ করে। বন্দরের অচলাবস্থা থাকায় বন্দরমুখী জাহাজকে ফিরিয়ে দিতে হয়। জানা যায় রাত অবধি কোন সমাধান সূত্র মেলেনি । ব্যাপক ক্ষুব্ধ বন্দর কর্তৃপক্ষ । বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ রাজ্য প্রশাসন কেও জানিয়েছে । কার্গো হ্যান্ডেলিং সংস্থার ডাম্পারের ড্রাইভার হেল্পার দুপুর থেকে কাজ বন্ধ রেখেছে ।
সংস্থার মাধ্যমে জানতে পারা যায় , নতুন সার্কুলার অনুযায়ী শ্রমিকদের বেসিকের টাকা বাড়িয়ে দিয়ে , সেখান থেকে পিএফ এর টাকা কাটা হচ্ছে । যাতে ভবিষ্যতে শ্রমিকরা বেশি টাকা পেনশন পায়। ।কিন্তু এই বিষয়ে শ্রমিকরা সম্পূর্ণ নারাজ । শ্রমিক ইউনিয়ন আইএনটিইউসি বন্দরের এই বন্ধ সমর্থন করেন না বলে জানিয়েছেন ।