কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,ডিসেম্বর :: অঞ্চল নেতৃত্বদের নিয়ে রতুয়া ১ ব্লক তৃণমূলের রাজনৈতিক সম্মেলন আয়োজিত হলো। বুধবার এই সম্মেলনের আয়োজন করা হয় রতুয়া ১ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে। সম্মেলনে উপস্থিত জেলা তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা।
উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেন, জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রতুয়া ১ ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা সহ মতো তৃণমূলের দশটি অঞ্চলের নেতৃত্বরা।
সংগঠনিক বর্তমান পরিস্থিতি বিষয় নিয়ে অঞ্চল নেতৃত্বের কাছে জানতে চান জেলা তৃণমূলের নেতৃত্বরা। সমস্ত প্রান্তের দল শক্তিশালী থাকে তার জন্য কাজ করা নির্দেশ দেওয়া হয়। প্রান্তের দল দুর্বল থাকলে কিভাবে সেই এলাকায় কাজ করতে হবে তার নির্দেশিকা দেন জেলা সভাপতি। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশকে মাথায় রেখে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দল সঠিক ভাবে কাজ করে তার বার্তা রাখেন জেলা তৃণমূলের পদাধিকারী নেতৃত্বরা