ফের অসহায় মানুষের ত্রাতা বুলবুল,খবরের জেরে আহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাড়ালেন জেলা পরিষদ সদস্য, তুলে দিলেন আর্থিক সাহায্য

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ  :: মালদহ  :: বুধবার ১৩,ডিসেম্বর ::  খবরের জেরে আহত পরিযায়ী শ্রমিককে পাশে ফেরাতে অসহায় পরিবারের পাশে দাড়ালেন জেলা পরিষদ সদস্য।তুলে দিলেন আর্থিক সাহায্য। স্বস্তির নিঃশ্বাস পরিবারের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা গ্রামের বাসিন্দা গণেশ দাস (৪০)। ভিন রাজ্য থেকে কাজ করে ফেরার পথে হরিশ্চন্দ্রপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর ভাবে আহত হন।
পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চলছে তার চিকিৎসা। কিন্তু হাসপাতালের বিল না মেটাতে পারায় হাসপাতাল থেকে গণেশ দাস কে ছাড়ছে না কর্তৃপক্ষ। সাহায্যের জন্য হরিশ্চন্দ্রপুরের দুয়ারে দুয়ারে ঘুরছে তার শাশুড়ি এবং মা। সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। খবর সম্প্রচারের ২৪ ঘন্টার মধ্যেই ওই পরিবারের পাশে এসে দাঁড়ালেন মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান এবং ছাত্র নেতা বিমান ঝা। এদিন পিপলায় তাদের বাড়ি গিয়ে দেখা করেন বুলবুল খান।
ব্যক্তিগত ভাবে আর্থিক সাহায্য তুলে দেন পরিবারের হাতে। দিয়েছেন পাশে থাকার আশ্বাস। যদিও তৃণমূলের এই নেতার মানবিক রূপ এর আগেও দেখেছে হরিশ্চন্দ্রপুর। করোনা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় ব্যক্তিগত ভাবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন বুলবুল।
এলাকার মানুষের কাছে বিপদের ত্রাতা তিনি। এক্ষেত্রেও তার অন্যথা  হয়নি। বুলবুল খান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দেন গরিব মানুষের পাশে থাকার। সেই নির্দেশ তিনি পালন করেন। বুলবুল খানের সাহায্য পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরিবারের লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =