সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৪,ডিসেম্বর :: শীত ক্রমশ বাড়ছে, উষ্ণতার খোঁজে মানুষকে গরম জামা গায়ে চাপাতে হচ্ছে। শীতের আবহাওয়া সব থেকে খারাপ পরিস্থিতি হয় রাস্তায় থাকা মানুষগুলোর। এমনিতেই তাদের কষ্ট যন্ত্রণার শেষ নেই । শীত এলে যেন সেই যন্ত্রণা আরো বেড়ে যায়।
এবার তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অভিজ্ঞান মিশন। তারা শিলিগুড়িতে ইতিমধ্যেই অব্যবহৃত জামাকাপড় সংগ্রহের ক্যাম্পের আয়োজন করে। তাদের এই উদ্দেশ্য কে নিঃসন্দেহে সাধুবাদ জানাতে হয়। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। কেউ যদি কোন কাপড় দিতে চায় তাহলে নিচের নম্বরে ফোন করে নিতে পারেন ৭০৭৬৬৫৩৯৩০