নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: শনিবার ১৬,ডিসেম্বর :: প্রান্তিক এলাকার শিশুদের সমাজে বিপথগামী থেকে সুপথগামী করার লক্ষে গঙ্গারামপুর পৌরসভার ১০ নং বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক শিশু ও ছাত্র ছাত্রীদের নিয়ে কচিকাঁচার আসর আর্ট ইনস্টিটিউটের তরফে একটি আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, গঙ্গারামপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা।
এই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী। ফার ফলে ওই এলাকাতে শিক্ষার প্রসার খুব একটা ঘটেনি বললেও চলে, তাই আলোর দিশা দেখাতে ও বিপথগামী থেকে মুক্ত করার লক্ষে গঙ্গারামপুরের সুপরিচিত আর্ট ইনস্টিটিউট কচিকাঁচার আসরের তরফে তথা তার কর্ণধার মানিক কুমার মহন্তের উদ্যোগে শতাধিক শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে আকার প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী সংগঠনের জেলা সভাপতি দেবযানী দত্ত, গুরসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার প্রতিষ্ঠাতা ও সমাজসেবী তপন দত্ত, কর্ণধার মানিক কুমার মহন্ত সহ আরো বিশিষ্ট সমাজসেবী ও অভিভাবক ও এলাকার মানুষজন।