নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়মঙ্গল :: শনিবার ১৬,ডিসেম্বর :: মৎস্যজীবী কার্ড পেয়ে খুশি সুন্দরবনের মানুষ পরিযায়ী শ্রমিকদের হাতে বিভিন্ন প্রকল্পের সংশয়পত্র তুলে দিলেন জেলাশাসক । ভাসমান জেটিতে বাউল শিল্পীদের গানের মধ্য দিয়ে রাজ্যে অষ্টমবার দুয়ারে সরকারের প্রকল্প শুরু হল রায়মঙ্গল গৌড়েশ্বর ডাসা নদীর এর মোহনায়।
প্রকল্পের কাগজপত্র খতিয়ে দেখলেন স্বয়ং উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট মহাকুমা শাসক আশীষ কুমার হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী । হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী ও দুল্লুলির মাঝে ভেসেল ঘাটে জোয়ারের দুয়ারে সরকার প্রকল্প আজ থেকে শুরু হলো ।
সুন্দরবনের প্রান্তিক মানুষেরা সরাসরি জেলা শাসক বিডিও সরকারি প্রতিনিধদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানালেন উপভোক্তাদের কথা শুনে বিভিন্ন প্রকল্পের নদীপত্র তুলে দিলেন প্রান্তিক মানুষের হাতে তুলে দিলেন স্বয়ং জেলাশাসক । ওনার হাত থেকে সরকারি প্রকল্পের প্রমানপত্র পেয়ে রীতিমতো খুশি গ্রামের মানুষ পাশাপাশি এদেরকে বিভিন্ন প্রকল্পের স্বাস্থ্য সাথী কার্ড লক্ষী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সহ ৩৭ টি সরকারি প্রকল্পের সংশয় পত্র হাতে পেয়ে খুশি প্রান্তিক মানুষেরা।
এছাড়াও মৎস্য জীবিকা থেকে শুরু করে যেসব ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন পরিযয়ী শ্রমিক তারাও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এদিন হাজির হয়েছিলেন দুয়ারে সরকার প্রকল্পে ।