জেলা, দুর্ঘটনা, পচিমবন্গ, প্রশাসন, রাজ্য, হাওড়াঅল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আপ বম্বে মেলের রক্ষা। Posted on December 16, 2023 by admin 16 Dec নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১৬,ডিসেম্বর :: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আপ বম্বে মেলের রক্ষা। বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গেল কাপলিং। মেরামতির জন্য ফিরিয়ে আনা হল উলুবেড়িয়া স্টেশনে। রাত ৯টা নাগাদ উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ ২টি বগি। বিপত্তির জেরে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। রাত ৯টা থেকে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। admin বক্সিরহাট রসিক বিল মিনি জু তে তিনটি নতুন লেপার্ড আনা হল শনিবার। হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি রোডে এক্সিস ব্যাংকের একটি শাখা উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন।