নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১৮,ডিসেম্বর :: পুলিশের বিরুদ্ধে পৌরসভার কর্মীদের হেনস্থা করার অভিযোগ তুলে কর্মরতির ডাক দিল পৌরসভার কর্মচারীরা। এদিন কোচবিহার পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে তারা কর্ম বিরতি পালন করার কথা বলেন। যতক্ষণ পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে না তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান ।
পৌরসভা কর্মচারীদের অভিযোগ ইতিমধ্যে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা শেষ হয়েছে। তবে মেলার আগেই পুলিশের পক্ষ থেকে মাইকিং করে দেওয়া হয় । গতকাল সেই মতো ব্যবসায়ীরা তাদের দোকান তুলছিল তবে দোকানগুলো তুলতে কিছুটা সময় লাগে । একই সঙ্গে মেলায় উৎসাহিত কিছু সাধারণ মানুষ তারা ভাঙ্গা মেলায় কিছু জিনিসপত্র কিনতে আসেন ।
গতকাল দেখা যায় হঠাৎই পুলিশ ব্যবসায়ীদের হয়রানি করে এমনকি তাদের লাঠিচার্জ পর্যন্ত করে । বিষয়টি নিয়ে পৌরসভা কর্মচারীরা বলতে গেলে তাদেরও হেনস্থা করা হয় । পৌরসভার কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার থেকে শুরু করে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন জানিয়েই এদিন বিক্ষোভ দেখায় তারা ।