সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: মঙ্গলবার ১৯,ডিসেম্বর :: পারিবারিক অশান্তির জেরে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর থানার মাধবপুর এলাকায়। মৃতার নাম গৃহবধুর নাম জাহানারা বিবি।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত দেওরকে আটক করে ভাঙ্গড় থানা পুলিশ । পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।