কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৯,ডিসেম্বর :: কালিয়াচক এক ব্লকের আলিনগর অঞ্চলে ঢালাই রাস্তা, ড্রেন, পানীয় জল, স্ট্রিট লাইট সহ বিভিন্ন প্রকল্পের কাজের সূচনা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সমস্ত কাজের ফিতা কেটে ও নারিকেল ফাটিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

তার সঙ্গে এদিন আলিনগর অঞ্চলের সমস্ত পঞ্চায়েত সদস্যগন নিজেদের ৩ মাসের সাম্মানিক এক লক্ষ ৩৫ হাজার টাকা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত দ্বারা অঞ্চলের সেক্রেটারি ও ইএ র হাতে দিয়ে অঞ্চলের ওয়ান ফান্ডে দান করে এক নজির সৃষ্টি করেন। অঞ্চলের প্রধান আক্তারি খাতুন নিজের লক্ষীর ভান্ডার থেকে পাওয়া ১২ হাজার টাকা আবার তিনি মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার দপ্তরে জমা দিয়ে রাজ্যের মধ্যে এক নজির স্থাপন করলেন।