নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২০,ডিসেম্বর :: হাওড়ার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডে আনন্দময়ী আশ্রম সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বস্তি এলাকা। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, এদিন ইছাপুরের একটি বস্তিতে আগুন লাগে। আগুনে বস্তির প্রায় ১০০টির মতো ঘর ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে দমকলের গাড়ি এসেছে। তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ইতিমধ্যে সিইএসসি বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছে। আগুন ছাড়ানোর আর আশঙ্কা নেই। জলের সমস্যা দূর করতে দমকলের ইঞ্জিন ছাড়াও এলাকার একটি বড় ঝিলে পাম্প লাগানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফ থেকে সাহায্য করা হবে।
এর জন্য জেলাশাসকের সঙ্গে কথা বলা হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এসেছে। আগুন দমকলের আয়ত্তে আসার পর আমাদের প্রতিনিধি বস্তি পুড়ে যাওয়ার বস্তি বাসীদের অনুরোধে ভেতর গিয়ে দেখতে গিয়ে দেখেন মানুষের আলমারির ভেতর রাখা চার লক্ষ টাকা এবং সোনার গয়না সম্পূর্ণ আগুনে পুড়ে যায়