নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২০,ডিসেম্বর :: আজ হাওড়া ডুমুরজলা তে ড্রেনেজ ক্যানেল রোডের পাশের বস্তিতে সন্ধ্যায় যে বিধ্বংসী আগুন লেগেছিল তাতে যে সব বস্তিবাসীর ঘর বাড়ি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায় তাদেরকে হাওড়ার প্রশাসনের তরফ থেকে ইছাপুর গার্লস হাইস্কুলে অস্থায়ীভাবে থাকার জায়গা করে দেওয়া হয়। এই শীতের রাতে ওই পরিবারগুলো আগুনের লেলিহান শিখায় সর্বস্বান্ত হয়ে আবাল বৃদ্ধ বনিতা আশ্রয় পেয়েছেন এই স্কুলে।
সেখানে প্রশাসনের তরফ থেকে আপৎকালীন ওষুধপত্র এবং খাবার ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যতদিন পর্যন্ত ওই পরিবার গুলিকে ওই জায়গায় থাকার ব্যবস্থা না করে দেওয়া হয় ততদিন তাদের সমস্ত কিছুর দায়ভার নিলেন হাওড়ার প্রশাসনিক মহল এবং হাওড়া কর্পোরেশনের আধিকারিকেরা নিলেন ।
দুর্ঘটনাস্থলে এসে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন এই পরিবার গুলিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের আওতায় এনে তাদের ক্ষতিপূরণ এবং বাড়ি ঘর তৈরি করে দেবেন বলে দমকল মন্ত্রী জানান। এই ব্যাপারগুলো দেখাশোনার জন্য মন্ত্রী দায়িত্ব দিয়ে যান হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তীকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনের এই রকম তৎপরতায় খুশি বলে জানালেন।