নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: বৃহস্পতিবার ২১,ডিসেম্বর :: ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনে পৌষ মেলা জোর কদমে চলছে প্রস্তুতি। নানান টালবাহানার পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন। গত তিন বছর এই মাঠেই মেলা হয়নি কারণ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রেখেছিলেন এই মাঠে। তাই এবার সবার প্রচেষ্টায় তিন বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে মেলা ।
এই মেলাকে ঘিরে বোলপুর শহর জেলা ,রাজ্য এমনকি দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এই মেলা দেখার জন্য। আশা করা যাচ্ছে এবার মেলায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হবে তাই জেলা প্রশাসনের তরফ হতে সমস্ত রকম সুযোগ-সুবিধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে পর্যটকদের কোনরকম অসুবিধায় না পড়েন।
ইতিমধ্যে মেলায় পরিকাঠামো কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এই মেলায় দোকান করার জন্য। সকলেই যাতে মেলায় জায়গা পায়, তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেলা কমিটি। তার মধ্যে ত্রুটি বিচুক্তি থেকেই যাচ্ছে বিভিন্ন অভিযোগও আসছে তা সত্ত্বেও মেলার প্রস্তুতিপর্ব তুঙ্গে।