নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২১,ডিসেম্বর :: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে অসুস্থ তিন শিশু। পোকা সহ খিচুড়ির বাটির হাতে নিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের বেলের মাঠ ২৪৯ নম্বর অঙ্গন ওয়ারী কেন্দ্রে।
ওই কেন্দ্রের প্রায় প্রত্যেক শিশুর অভিভাবকদের দাবি, শিক্ষিকা চম্পা পাল এবং সহকারী শিক্ষিকা দুর্গা বর্মন দুজনে একসাথে উপস্থিত হন না কোনদিন।নিজেদের মধ্যে অলিখিত ছুটি নিয়ে কোনও মতে চালান আইসিডিএস কেন্দ্রে । সকাল ৮ টায় পড়াশোনা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষিকা উপস্থিত হন ৯ টা কিংবা সাড়ে ৯ টায়।
এরপর রান্নার আয়োজন তারপরে রান্না করে সাড়ে দশটার মধ্যে ফের বাড়ি চলে যায়। এর ফলে পড়াশুনো উঠেছে শিকেয়। এভাবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে দিনের পর দিন।
এর আগেও একাধিকবার শিশুদের খাদ্যে কখনো পোকা মাকড় মশা মাছি মিলেছিল। এবার শিশুদের খাদ্যে পোকা যুক্ত খাবার খেয়ে অসুস্থ হয়েছে তিন শিশু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে ছাত্রদের বমি এবং পায়খানা শুরু হয়।এরপর বৃহস্পতিবার সকালে খিচুড়ির পোকা ধরা ওই বাটি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা।