সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২২,ডিসেম্বর :: আবারো টয়ট্রেন বিভ্রাট, লাইনচ্যুত টয়ট্রেন। টয়ট্রেন বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। বহু পর্যটক পাহাড়ে যান টয়ট্রেন চড়তে। তবে বগি পাল্টানোর সময় লাইনচ্যুত একটি স্টিম ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে কার্শিয়াং এর মহানদীর কাছে।
বগি পাল্টানোর সময় লাইনচ্যুত হয়ে পড়ে ইঞ্জিনটি। ইঞ্জিনটি কার্শিয়াং থেকে তিনধারিয়ার দিকে যাচ্ছিল। এরপর দ্রুত ইঞ্জিন থেকে মেরামতি করে আবার লাইনে তোলা হয়। প্রসঙ্গত পাহাড়ে পর্যটকদের আনাগোনার বেশিরভাগ হয়ে থাকে টয়ট্রেন। ঘুমন্ত বুদ্ধের দর্শন ও টয়ট্রেন চড়তে প্রচুর পর্যটকের আনাগোনা হয়ে থাকে বিশেষ করে এই সময় অর্থাৎ শীতকালে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়।