গীতা জয়ন্তীতে সমবেত গীতা পাঠে ছাত্র-ছাত্রী ও মহিলারা অংশ নিলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঢোলাহাট :: শনিবার ২৩,ডিসেম্বর :: মোক্ষদা একাদশী এবং শ্রীমদ্ভগবদগীতার আত্মপ্রকাশ উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষে ১২৮জন ছাত্র-ছাত্রী মাতা তুলসী দেবীর পূজা এবং শ্রীশ্রী গীতার তৃতীয় অধ্যায় ‘কর্মযোগ’ পাঠ করেন।

এর পাশাপাশি শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ পাঠে সকলে একসাথে গলা মেলান। সকলের মঙ্গলার্থে সনাতন হিন্দুধর্মের সমূহ রীতি মেনে সমবেত ভক্তদের পুজো করান মহিলা পুরোহিত সুলতা ও মীরা। ঢোলাহাট থানার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুর প্রণব মন্দিরে সারাদিন ধরে সমবেত ছাত্র- ছাত্রীরা ও গ্রামবাসী বৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কোলকাতা নিবাসী রাসবিহারী পাল ১২৮জন মায়ের হাতে শীতের কম্বল তুলে দেন। এছাড়া সারা দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রায় প্রতিটি হিন্দু মিলন মন্দির সাড়ম্বরে গীতা জয়ন্তী পালন করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 14 =