মালদহে আমবাগানের গাছ কেটে প্লট বিক্রির অভিযোগ

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৩,ডিসেম্বর :: প্রকাশ্যে আম গাছ কাটার অভিযোগ। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সদর এলাকায়। ১০০ বছরের বেশি পুরোনো আম বাগান কাটা নিয়ে এলাকায় ‌চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ শাসক দলের মদতে হরিশ্চন্দ্রপুরের সদর এলাকায় আমবাগান ধ্বংস হয়ে যাচ্ছ। সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে আম গাছ নিধন।

এতে পরিবেশেরও ‌ভারসাম্য নষ্ট হবে, অভিমত স্থানীয় বাসিন্দাদের। কারন ইদানিং হরিশ্চন্দ্রপুরে শেয়ালের উৎপাত বেড়ে গিয়েছে। শেয়ালের কামড়ে অনেকেই জখম হয়েছে। রাতে, দিনে শেয়ালের কামড় খেতে হচ্ছে। এই সবই হচ্ছে আমবাগান ধ্বংসের কারনে। “আম গাছ কাটার ” সরকারি নিয়মে বলা হয়েছে, পুরোনো গাছ কাটা হলে নতুন গাছ লাগাতে হবে। কিন্তু সরকারি ভাবে গাছ কাটার অনুমতি মিললেও পুরোনো গাছ কাটার পর কেউই নতুন গাছ লাগায় ‌না।

অতি সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় এসে আম বাগান নিধন নিয়ে ঊষ্মা প্রকাশ করেন। পাশাপাশি প্রশাসনকে কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ পর্যন্ত দিয়ে গেছেন। দুর্ভোগের বিষয় তাতেও প্রশাসনের ঘুম ভাঙানো যায়নি।

জেলা জুড়ে চলছে আম বাগান নিধন। হরিশ্চন্দ্রপুরে যে আম বাগানের গাছ কাটা হচ্ছে এই বাগানের মালিক মানোবেন্দ্রনাথ চক্রবর্তী। গাছ কাটাচ্ছেন রেজাউল করিম। তার কয়েক বিঘার আম বাগানের ১৫ টি গাছ কাটা হচ্ছে। আম বাগান মালিক নিজেই জানিয়েছেন সরকারি অনুমতি নিয়ে গাছ কাটা শুরু করেছেন। পরে নতুন গাছ লাগানো হবে।

যদিও স্থানীয়দের অভিযোগ কোন গাছ লাগানো হবে না। এই আম বাগান প্লট করে বিক্রি হয়ে যাবে। এমনই অভিযোগ বিরোধীদেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 19 =