বড়দিন ও তার আগের দিনের নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ২৪,ডিসেম্বর :: ২৪ তারিখ পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন চার্চের জন্য মোতায়েন থাকছে ৩ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট ২৩৯ জন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ৩০০ জন, হোমগার্ড ১৪৭২ জন।

এছাড়াও মহিলা ইনস্পেকটর ১ জন, মহিলা সাব- ইনস্পেকটর ৯ জন, অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ২৪ জন ও মহিলা কনস্টেবল ১৭৮ জন। সব মিলিয়ে শুধুমাত্র ২৪ তারিখ সন্ধার জন্য ২২৮৬ জন।

২৫ তারিখের জন্য কলকাতা পুলিশের তরফে থাকছে ৯ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৭৫ জন ইনস্পেকটর, ৩০৪ জন সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট। হোমগার্ড থাকছে ২০৬৪ জন। মহিলা ১ জন ইনস্পেকটর, ৯ জন সাব ইনস্পেকটর, ৩২ অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ও ২৬১ জন মহিলা কনস্টেবল। সব মিলিয়ে ৩১৮৯ জন।।

এছাড়াও PCR Van, QRT ও HRFS প্রস্তুত রাখা হয়েছে লালবাজারের তরফে। রিভার ট্রাফিক পুলিশ প্রস্তুত রাখছে চারটি ঘাটে।★ পানি ঘাট ১★ পানি ঘাট ২★ একটি জেটিতে★ প্রিন্সেপ ঘাটে | ডিএমজি দুটি থাকবে একটি বেলুড় ঘাট ও দক্ষিণেশ্বর ঘাটে। নজরদারি চালানো হবে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং থেকে মল্লিক বাজার সহ একাধিক জায়গায়। ৮ টি বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে লালবাজারের তরফে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =