সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: সোমবার ২৫,ডিসেম্বর :: শীতের মরশুম শুরু হতেই সুন্দরবনের একাধিক জঙ্গল লাগোয়া লোকালয়ে ঢুকে পড়ছে দক্ষিণ রায় । বারবার লোকালয়ে বাঘ ঢোকার ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটছেন সুন্দরবনবাসীর। কয়েকদিন আগেই সুন্দরবনের কুলতলী ব্লকের ভুবনেশ্বরী চরে সপ্তাহখানেক এর ব্যবধানে দু-দুবার বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। এরপর সেই বাঘ আবারও জঙ্গলে ফিরে গিয়েছে ।
সেই পায়ের ছাপ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসীরা। এবার পাথরপ্রতিমাতে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকার নদীর চরে বাঘের পায়ের ছাপের দেখা মেলে। নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
উল্লেখ্য দু মাস আগে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে পাথরপ্রতিমাতে। পাথরপ্রতিমা বিভিন্ন এলাকায় দুমাস ধরে জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। কখনো শ্রীধরনগর কখনো বা সিতারামপুর আবার ইন্দ্রপুর , রাখালপুর সহ একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে । এবার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ।
তড়িঘড়ি খবর দেয়া হয় স্থানীয় বনবিভাগের অফিসে। লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় বনবিভাগের কর্মীরা। বাঘের আতঙ্কে গোটা গ্রাম জেগে থাকে রাত ভোর । মশাল জ্বালিয়ে পাহারা দেয় স্থানীয়রা । সোমবার সকাল থেকেই গ্রামবাসীরা লাঠি হাতে জঙ্গলে বাঘ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
বনবিভাগ এর পক্ষ থেকে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার কাজ চালানো হয় । বন কর্মীদের অনুমান, বাঘটি সুন্দরবনের কলসের জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয়ের জঙ্গলে ঢুকেছে। সোমবার সকাল থেকে বনকর্মীরা বাঘের পায়ের ছাপ দেখে তাঁর যাওয়ার দিক নির্ণয়ের পাশাপাশি বাঘটিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে ।