নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৫,ডিসেম্বর :: দশ দিনের কোয়ারেন্টাইনে থাকবার পর রসিকবিল মিনি জুতে ছাড়া হয়েছে তিনটি চিতাবাঘকে। রবিবার তাদের ছাড়া হয়েছে।রসিক বিল পর্যটন কেন্দ্রের এক হেক্টর এলাকা জুড়ে তৈরি তারজলির ভেতরে ছাড়া হয়েছে তিনজনকে সোহেল,সুলতান এবং সাহজাদাকে।গত ১৫ ই ডিসেম্বর ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক থেকে নিয়ে আসা হয় তাদের।
চিকিৎসকদের পরামর্শ মেনে বিগত কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ।এই বিষয়ে এক পর্যটক বলেন, রবিবার ছুটির দিনে,পরিবার নিয়ে ঘুরতে এসেছি। বাড়তি পাওনা নতুন অতিথিদের দেখা। কোচবিহার জেলা বন বিভাগের তরফে বলা হয়েছে নতুন অতিথিরা প্রত্যেকেই সুস্থ রয়েছে।
আশা করছি চিতা বাঘের আকর্ষণে রসিকবিল পর্যটন কেন্দ্রে ভিড় অনেকটাই বাড়বে । সামনে রয়েছে ইংরেজি নতুন বর্ষ , তাই এই চিতাবাঘগুলিকে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে বলা যেতে পারে।