সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৬,ডিসেম্বর :: শিলিগুড়িতে বিভিন্ন ওয়ার্ডের শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। একইভাবে ডেপুটি মেয়র তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকারের ওয়ার্ডেও চলছে ওয়ার্ড উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া অনুষ্ঠান চলছে। এদিন ওই ওয়ার্ডের বিবেকানন্দ স্কুলের মাঠে মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন দিবা রাত্রি ব্যাপি নকআউট এই মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা টি খুব জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত মিনি ফুটবল শিলিগুড়িতে খুব জনপ্রিয়। প্রতিবার ওয়ার্ড উৎসবে বিভিন্ন ওয়ার্ডগুলি এই মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। গোল পোষ্টের পরিসর কিছুটা ছোট। এই প্রতিযোগিতায় দলগুলিতে কখনো খেলোয়াড়দের সংখ্যা সাত হয় কখনো বা নয় হয়। ইদানিং এই মিনি ফুটবল প্রতিযোগিতা শিলিগুড়িতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে।