বি.এস.এফ, দক্ষিণবঙ্গ সীমান্ত, আই.সি.পি পেট্রাপোলে যাত্রীদের ছদ্মবেশে ১২.৭ লক্ষ টাকার স্বর্ণ সহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পেট্রাপোল :: মঙ্গলবার ২৬,ডিসেম্বর :: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ১৪৫ ব্যাটালিয়ন, বিএসএফ, আইসিপি পেট্রাপোলের সচেতন জওয়ানরা গহনার আড়ালে সোনা পাচারের চেষ্টাকে ব্যর্থ করে এবং০৬টি সোনার চুড়ি সহ দুই মহিলা পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে। দুই নারী চোরাকারবারীই আইসিপি পেট্রাপোল থেকে বিএসএফের নজর এড়াতে বাংলাদেশ থেকে সোনার চুড়িগুলো গহনা আকারে ভারতে আনার চেষ্টা করছিল।

জব্দ করা সোনার চুড়ির ওজন ২০০.৯৮ গ্রাম এবং আনুমানিক মূল্য১২,৭৩,২০৭/- টাকা। বিএসএফ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা, তাদের দৈনিক ডিউটি চলাকালীন,২৫ ডিসেম্বর দুই ভারতীয় পাসপোর্ট বহনকারী মহিলা যাত্রীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। বি.এস.এফের মহিলা কর্মীরা উভয় মহিলাকে আলাদা করে মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করলে তাদের হাত থেকে সোনার চুড়ি উদ্ধার করা হয় ।

যা তারা তল্লাসিকারী দলের নজর এড়াতে অন্যান্য চুড়ির সাথে পরেছিল। দুই নারীর কাছে সোনার চুড়ির কাগজপত্র চাওয়া হলে দেখা যায়, তারা শুল্ক ঘোষণা ছাড়াই ওই চুড়ি গুলো ভারতে আনার চেষ্টা করছেন। শীঘ্রই সমস্ত চুড়ি বাজেয়াপ্ত করা হয় এবং উভয় মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

ধৃত উভয় মহিলা যাত্রীর নাম মীনু রায় সরকার, বয়স ৪২ বছর এবং স্বপ্না ঘোষ, বয়স ৫২ বছর, গ্রাম জয়পুর, ছাইগরিয়া, বনগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =