নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৬,ডিসেম্বর :: পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে নিয়ে একটি মন্তব্যের বিরুদ্ধে ময়দানে নামল যুব তৃণমূল কংগ্রেস। এদিন হরিশ্চন্দ্রপুরে ১ ও ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো।দলীয় পতাকা, কালো পতাকা ও স্বামীজির ছবি হাতে এই ধিক্কার মিছিল এর আয়োজন করেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা।
এ প্রসঙ্গে ব্লক যুব সভাপতি জিয়াউর রহমান জানান বিজেপি সভাপতি যে ভাবে স্বামীজির অবমাননা করেছেন, তা মেনে নেওয়া যায় না। তাঁকে প্রকাশ্যে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতেই হবে। তাই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। প্রসঙ্গত রবিবার সকালে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগদান করতে ব্রিগে়ড এসেছিলেন সুকান্ত।
সেখানেই সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বালুরঘাটের সাংসদ বলেন, ‘‘বাংলা বহু যুগ ধরে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। ভক্তি আন্দোলনের পীঠস্থানও ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল্ড হয়েছিল বামপন্থীদের দ্বারা।’’ এরপর তিনি আরও বলেন, ‘‘এই দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী। গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভাল যাঁরা বলছেন, তাঁরা বামপন্থী প্রোডাক্ট আর কি ।