ভারতে ১০৮ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া ধূপকাঠি বানানো হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৭,ডিসেম্বর :: ভারতে ১০৮ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া ধূপকাঠি বানানো হলো ,যা অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূজায় ব্যাবহার করা হবে। এই ধূপকাঠিটি একটানা ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত জ্বলবে।

এছাড়াও রাম মন্দির উদ্বোধন উপলক্ষ‍্যে প্রত‍্যেক পরিবারকে সুসজ্জিত চিঠি দিয়ে নিমন্ত্রন জানানো হচ্ছে। যার মধ‍্যে পশ্চিম বঙ্গের ৪০লক্ষ পরিবারকে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে চিঠি দিয়ে আমন্ত্রিত করা হয়েছে।

আগামী ২২ জানুয়ারিকে ঘিরে এখন সাজ সাজ রব উঠেছে অযোধ‍্যাতে। কারণ, ওইদিন রামলালা তার মূল সিংহাসনে অধিষ্ঠিত হবেন,সারা বিশ্ব দেখবে হিন্দুদের এই অনুষ্ঠান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =