নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৭,ডিসেম্বর :: পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোট প্রচার এবং দলে যোগ না দেওয়ায় শাসকদলের এক বুথ সভাপতিকে বেধড়ক মারধরো করে ডান কান কেটে নেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার বিরনগর এক গ্রাম পঞ্চায়েতের হাতি চাঁপা গ্রামে।
আক্রান্ত শাসকদলের বুথ সভাপতির নাম সেলিম সেখ(৪৫)বছর। অভিযুক্ত কংগ্রেস কর্মীরা হল খালেক সেখ, বাক্কার সেখ,রানা সেখ সহ কয়েকজন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গত পঞ্চায়েত ভোটের সময় থেকে বিরনগর এক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি খালেক সেখ কে কংগ্রেসে আসার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কংগ্রেস দলের না যাওয়ায় এবং ভোট প্রচার না করায় তখন থেকে তাকে হুমকি দিচ্ছিল কংগ্রেস কর্মীরা প্রাণে মেরে ফেলার।
সেই ঘটনাতেই গতকাল রাতে ওই তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশেই বসেছিল। অভিযুক্তরা এসে খালেক সেখকে বেধড়ক মারধোর করে এবং ডান গান কেটে নেওয়ার অভিযোগ ওঠে বলে জানা যায়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই তৃণমূল কর্মী। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দেয়ার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনার পর থেকে অভিযুক্ত কংগ্রেস কর্মীরা এলাকা ছাড়া বলে জানা গেছে।