নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিমলিপাল :: বুধবার ২৭,ডিসেম্বর :: সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন বনকর্তা প্রবীণ কাশ্যপ। শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে এই বাঘের ছবি পোস্ট করেন প্রবীণ। সেখানেই তিনি কালো বাঘের সম্পর্কে বিস্তারিত জানান। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হলেও এর গায়ের কালো ডোরাকাটা দাগগুলো তুলনামূলকভাবে অনেকটাই স্পষ্ট ও ঘন।
কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারায় এই পরিবর্তনের কারণ কী? বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা কোষের মেলানিনের তারতম্যের জন্য হয়৷ ডাক্তারি পরিভাষায় রয়্যাল বেঙ্গল টাইগারটি ‘মেলানিস্টিক’৷ ত্বকে বা চুলে যখন ডার্ক পিগমেন্টেশন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তখন তাকে মেলানিস্টিক বলা হয়৷
বন্যপ্রাণীদের আচার আচরণ ধরে রাখার জন্য যে ক্যামেরা লাগানো ছিল বনে, তাতেই ধরা পড়েছে এই কালো বাঘ৷ ওডিশার সিমলিপালের জঙ্গলে এই বাঘের দেখা মিলেছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে আবার সিমলিপাল জাতীয় অভয়ারণ্যের গভীরে পড়ে থাকতে দেখা যায় এই কালোর বাঘের মৃতদেহ। নিজেদের মধ্যে লড়াইয়ের জেরেই বাঘটির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল বন দপ্তর।