আসানসোলে দেবাশীষ ঘটক স্মৃতি ফাউণ্ডেশনের পক্ষ থেকে প্রয়াত তৃণমূল নেতা দেবু ঘটকের মৃত‍্যুবার্ষিকী পালন করা হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ২৭,ডিসেম্বর :: বুধবার আসানসোলের চেলিডাঙা অঞ্চলে দেবাশীষ ঘটক স্মৃতি ফাউণ্ডেশনের পক্ষ থেকে প্রয়াত তৃণমূল নেতা দেবু ঘটকের মৃত‍্যুবার্ষিকী পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দেবু ঘটকের ছোটো ভাই তথা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম‍্যান অমরনাথ চ‍্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমূল হক সহ আরো অনেকে।

এদিনের অনুষ্ঠান সম্পর্কে অভিজিৎ ঘটক বলেন ২০০৬ সালের ২৭ ডিসেম্বর দেবু ঘটক আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর থেকে প্রতিবছর এই মৃত‍্যু বার্ষিকী পালিত হয়ে আসছে। এদিন সকালে প্রভাতফেরি ও দেবু ঘটকের আবক্ষ মূর্তিতে মাল‍্যদানের মাধ‍্যম শ্রদ্ধা নিবেদন। পরবর্তী ক্ষেত্রে রক্তদান শিবির, বিনামূল‍্যে স্বাস্থ‍্য পরীক্ষা কেন্দ্র ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।

এছাড়াও আগামী কয়েকদিনের মধ‍্যেই শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজিত হবে। অন‍্যদিকে ডেপুটি মেয়র ওয়াসিমূল হক বলেন, আমরা সবাই সাধারণ মানুষ। কিন্তু তাদের মধ‍্যে যারা নিজেদের কর্মের মাধ‍্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকেন, দেবু ঘটক তেমনই একজন মানুষ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 6 =