জেলা জুড়ে বের চলা রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করল রতুয়া ২ ব্লক প্রশাসন

কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদহ :: রবিবার ৩১,ডিসেম্বর :: জেলা জুড়ে বের চলা রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করল রতুয়া ২ ব্লক প্রশাসন। শনিবার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগ মত স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। রক্তদান করতে এগিয়ে আসেন ব্লক বিডিও ছাড়াও প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন রতুয়া ২ ব্লক বিডিও শেখর শেরপা, যুগ্ম বিডিও কল্যান আশীষ দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরউদ্দিন ইসলাম সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরা। এদিনের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করবেন বলে জানান। বিভিন্ন উপহার শংসাপত্র তুলে দিয়ে উৎসাহ বাড়ান প্রশাসনিক আধিকারিকরা।এপ্রসঙ্গে রতুয়া ২ ব্লক বিডিও শেখর শেরপা জানান,জেলা প্রশাসনের নির্দেশ মতো পঞ্চায়েত সমিতিকে সাথে নিয়ে এই শিবির আয়োজন করা হয়েছে।সরকারি কর্মীরা সহ জনপ্রতিনিধিরা রক্তদান করছে।প্রায় ১৫০ জনের বেশি রক্তদান করবে এই শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eight =