নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ০১,জানুয়ারি :: কল্পতরু উৎসবে ভক্তদের ঢল নামল মালদা রামকৃষ্ণ মিশনে। ১৮৮৬ সালের ১ জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যানবাটীতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। পুরাণ মতে, কল্পতরু হল এক বৃক্ষ, যার কাছে যা চাওয়া হবে, তাই পাওয়া যাবে।
এই দিন অর্থাৎ কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণর কাছে যা চাওয়া হবে, তা পাওয়া যাবে এমনই বিশ্বাস করেন ভক্তরা। সকাল থেকে মিশনে কল্পতরু উৎসবের আমেজ। ভক্তরা প্রার্থনা করে প্রসাদ গ্রহন করেন।