তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিধায়কের নির্দেশে রোগীদের ফল বিতরণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ২,জানুয়ারি :: সোমবার ১ লা জানুয়ারি ছিলো তৃনমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে পশ্চিম বর্ধমান জেলার তৃনমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে পাণ্ডবেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের আরোগ্য কামনা ও ফল বিতরণ করা হয়।

উল্লেখ্য ১৯৯৮ সালে ১ লা জানুয়ারি তৎকালীন বিরোধী দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃনমূল দল প্রতিষ্ঠা করেছিল। সে থেকে প্রতি বছর এই দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে তৃনমূল-কংগ্রেস নেতৃত্ব ।

এইদিন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে পাণ্ডবেশ্বর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কিরিটি মুখার্জি ও কেন্দ্রা অঞ্চলের তৃণমূলের সভাপতি যমুনা ধীবর পাণ্ডবেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যান ফলের ডালি নিয়ে ।

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত রোগীদের হাতে তুলে দেন ফলের ডালি এবং তাদের আরোগ্য কামনা করে। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেত্রী তথা পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস সহ স্থানীয় মধুসূদন ঘোষ ও তৃনমূল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =