মহাকাশ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করতে রকেট উৎক্ষেপণ করে অভিনব উদ্যোগ স্কুলের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ফলতা :: মঙ্গলবার ২,জানুয়ারি :: শিশু বয়স থেকেই মহাকাশ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য সর্বপ্রথম সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।

খড়গপুর আইআইটির অধ্যাপকের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জেনে ছাত্র-ছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও রকেট বিজ্ঞান সম্পর্কিত তথ্য দিতে অভিনব ভাবনা নেয় ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে তৈরি করা চন্দ্রযান-৩ এর রেপ্লিকা নিয়ে হাজির হয় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। জল এবং বাতাসকে একসঙ্গে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয়।

ছোট বয়স থেকেই ছাত্র-ছাত্রীদের মনের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়। স্কুলের এমন উদ্যোগে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা । এ বিষয় ফলতা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, মহাকাশ গবেষণা বিজ্ঞানে ভারতের ঝুলিতে একের পর এক সাফল্য উঠে আসছে।

মহাকাশ সম্পর্কে ছোটবেলা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য স্কুলের তরফ থেকে একাধিক অভিনব প্রয়াস নেওয়া হয়েছে। রাতের মহাকাশকে জানার জন্য স্কুলের পক্ষ থেকে টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন নক্ষত্র মন্ডল ও তারামণ্ডলের সঙ্গে ছাত্র-ছাত্রীদের অবগতও করানো হচ্ছে ।

এবার রকেট বিজ্ঞানকে আরো সহজ ভাবে জানার জন্য অভিনব উদ্যোগ নেওয়া হলো। খড়গপুর আইআইটির কিছু অধ্যাপকের সঙ্গে যোগাযোগ রয়েছে । তাদের কাছ থেকে এই “ওয়াটার রকেট লঞ্চিং প্রোগ্রাম” শিখে স্কুলের ছাত্র-ছাত্রীদের ওয়াটার রকেট লঞ্চিং প্রোগ্রাম সম্পর্কে জানানো হয়।

কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে কাজে লাগিয়ে এই ওয়াটার রকেট তৈরি করা যায় সেই সম্পর্কে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে অবগত করা হয়। এরপর স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি ওয়াটার রকেট তৈরি করে। এদিন সেই রকেট সফলভাবে উৎক্ষেপণন করা হয়। এই পদক্ষেপের পর প্রান্তিক এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =