পুস্তকডে বা পুস্তক দিন হিসেবে পালিত হলো বামনগোলা প্রাথমিক বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২,জানুয়ারি :: পুস্তকডে বা পুস্তক দিন হিসেবে পালিত হলো বামনগোলা প্রাথমিক বিদ্যালয়ে। নতুন শিক্ষা বর্ষের শুরতেই মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল পুস্তক বিতরণ দিন। পাশাপাশি এদিন ওই বিদ্যালয় এর পুস্তক বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবক রাও হাজির ছিলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস বলেন, পাঠ্যপুস্তকের প্রতি ছাত্রছাত্রীদের যত্নশীল হয় সেদিকে নজর রাখার পাশাপাশি প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হয় সেদিকে ও লক্ষ্য রাখতে হবে। শিক্ষকদের সাথে অভিভাবকরা যাতে প্রতিনিয়ত যোগাযোগ রাখে সে ব্যাপারে অভিভাবকদের বার্তা দেওয়া হয়েছে।

গত শিক্ষাবর্ষে যেসব অভিভাবকরা শিক্ষকদের সাথে যোগাযোগ রেখেছিলেন তাদের মধ্যে তিন জন অভিভাবকের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও গত শিক্ষাবর্ষে যেসব ছাত্র-ছাত্রীরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস বলেন, গোটা মালদহ জেলায়এই পুস্তক বিতরণ দিন পালন করা হচ্ছে, পাশাপাশি একদিন আমাদের স্কুলেও পালন করা হলো।অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয়। এদিন পাঠ্যপুস্তক বিতরণের পাশাপাশি একটি ছোট্ট সংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =